জেলা পরিষদ বাতিলের সুপারিশ


জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা পরিষদ বাতিলের সুপারিশ করেছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, জেলা পরিষদের অধিকাংশেরই নিজস্ব রাজস্ব উৎস নেই এবং চেয়ারম্যানরা কখনোই সরাসরি ভোটে নির্বাচিত হননি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সরকারের একটি ধাপ হিসেবে জেলা পরিষদের প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক রয়েছে। আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় এটি বাতিল করে সম্পদ ও দায়-দায়িত্ব প্রস্তাবিত প্রাদেশিক সরকারের কাছে হস্তান্তর করা যেতে পারে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়।