বেসরকারিভাবে চাল আমদানির সময়সীমা বাড়ল
February ৫, ২০২৫
১৫৮


বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য আমদানি ও বাজারজাত করার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।
আজ, ৫ ফেব্রুয়ারি (বুধবার) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর চাল আমদানির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, যাতে বাজারে চালের সরবরাহ স্থিতিশীল রাখা যায়।
উল্লেখ্য, আমন মৌসুমে ভালো ফলন হলেও গত ডিসেম্বরের শেষ দিকে চালের দাম কেজিপ্রতি ৪-১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির ওপর গুরুত্ব দেয়। সরকারি ও বেসরকারি পর্যায়ে চাল আমদানির পাশাপাশি ৬৪ জেলায় ওএমএস (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয়) কার্যক্রম চালু করায় বাজারে ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। পাইকারি বাজারে চালের দাম নিম্নমুখী হচ্ছে।