আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব


গাজীপুরের টঙ্গী এলাকায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
আজ, ৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং ১২টা ২৭ মিনিটে তা সমাপ্ত হয়। বাংলাদেশের তাবলীগ জামায়েতের মুরুব্বি মাওলানা জুবায়ের এই আখেরি মোনাজাত পরিচালনা করেন।
প্রথম পর্বের শুরুর সময় নেজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, বুধবার ফজরের পর ভারতের ব্যাঙ্গালোরের তাবলীগের শীর্ষ মুরুব্বি ফারুক সাহেবের বয়ান অনুষ্ঠিত হয়, যা বাংলায় অনুবাদ করেন মুফতি আমানুল হক। এরপর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়াতি বয়ান দেন এবং তা বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। পরবর্তীতে ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা নসিয়তমূলক বক্তব্য দেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের।
আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি ও ঐক্য কামনা করা হয়।