শিরোনাম
অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেঅবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেইকুয়েডরের প্রাকৃতিক স্বর্গ হঠাৎ অস্তিত্ব সংকটে, নেপথ্যে বিপুল সোনাশাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল বিমানের প্রথম ফ্লাইটপাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তুলবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টামিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনাযে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের গুলি করে, আমি সেই বাহিনী চাই না: মৎস্য উপদেষ্টাপ্রতিবেদনের একাংশের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্যইন্টারনেট ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বোনকে গুলি করে হত্যা করেন ভাই: পুলিশসার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

ইরানের প্রেসিডেন্টকে পরমাণু আলোচনায় বসার আহ্বান মাখোঁর

ইরানের প্রেসিডেন্টকে পরমাণু আলোচনায় বসার আহ্বান মাখোঁর

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন এবং তাঁকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে মাখোঁ বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাই উত্তেজনা প্রশমনের একমাত্র গ্রহণযোগ্য পথ।

তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয়, এবং এই সমস্যার সমাধান শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।

মাখোঁ আরও বলেন, চলমান উত্তেজনার কারণে আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি অত্যন্ত গভীর। তিনি ইরানে অবস্থানরত ফরাসি নাগরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

মাখোঁ বলেন, ‘আমি ইরানি নেতাকে বলেছি, যেন কোনোভাবেই ফরাসি নাগরিক বা আমাদের কূটনৈতিক ভবনগুলিকে লক্ষ্য করা না হয়।’

ফরাসি প্রেসিডেন্ট পেজেকশিয়ানের সঙ্গে কথোপকথনকালে ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিসের মুক্তিও দাবি করেন।

তিনি বলেন, ‘তাদের তিন বছরেরও বেশি সময় ধরে অগ্রহণযোগ্য পরিস্থিতিতে জিম্মি করে রাখা হয়েছে।’

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই ফোনালাপটি হয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে, যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে মাখোঁর আলোচনার আহ্বান কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button