হাসিনার পতন ঘটালেও চূড়ান্ত বিজয় আসেনি: বৈষম্যবিরোধী ছাত্র


বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছি। কিন্তু রাষ্ট্রের অন্যান্য দমনমূলক উপাদানগুলো এখনো বিদ্যমান রয়েছে, যা জনগণের চূড়ান্ত বিজয়ের পথে অন্তরায়।”
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমরা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠা করেছি। তবে রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকা ফ্যাসিবাদী উপাদানগুলোর বিলোপ ঘটানো এখনো সম্ভব হয়নি। গণঅভ্যুত্থানের এক দফা ছিল—ফ্যাসিবাদ নির্মূল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠন। কিন্তু সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে।”
তিনি বলেন, “এই ভূখণ্ডের মানুষ ১৯৪৭, ১৯৭১ ও ১৯৯০ সালে বারবার শোষণ ও জুলুমহীন সমাজের স্বপ্ন দেখেছে। তবে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।”