শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

সরকারকে হেয় করতে মৃত গরু পড়ে থাকার ছবি আ.লীগ আমলের

সরকারকে হেয় করতে মৃত গরু পড়ে থাকার ছবি আ.লীগ আমলের

সম্প্রতি ‘ডক্টর ইউনুস এক দুর্বৃত্তের নাম সে মানুষকে তো হত্যা করছেই কিন্তু পশুকেও নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করতে ছাড়ছে না শীর্ষক ক্যাপশনে একটি মৃত গরুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান বলছে, এই ছবি ২০২৩ সালের। যে সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

রিউমর স্ক্যান জানিয়েছে, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনার ছবিকে ওই দাবিতে প্রচার করা হয়েছে, এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আবুল হাসানাত নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ০৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, এতে মৃত গরুর একই ছবিটি যুক্ত থাকতে দেখা যায়। ওই পোস্টের সূত্রে জানা যায়, গরু হত্যার ঘটনাটি গত ২০২৩ সালের ২ জুলাই দিনগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটে। গরুটি করাতিরহাট এলাকায় দুদু মিয়া সর্দারের ছিল এবং পেটে বাছুর থাকা জীবন্ত গাভীকে কুপিয়ে পাশ্ববর্তী বাদশা মোল্লার বাড়ির পাশে রেখে দেওয়া হয়।

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আখতার আলমের ফেসবুক পোস্ট থেকেও এই বিষয়ে একই তথ্য জানা যায়। ওই পোস্টটির কমেন্টে তিনি জানান, তিনি এই পোস্ট করার পর পশুর প্রতি পাশবিকতার ঘটনাস্থল চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর থানার ওসি সঙ্গে ছিলেন। সে সময় পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্য শোনেন।

এসব দলিল উপস্থাপনকরে রিউমর স্ক্যানার বলছে, মৃত গরুর এই দৃশ্যটি বর্তমান সরকারের সময়ের নয়, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ের। সুতরাং, ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের সময়ে গরু হত্যার দৃশ্য বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button