শিরোনাম
ট্রেনে পাথর ছোড়ার ভিডিও ভাইরাল, চুপ রেলওয়ে কর্তৃপক্ষদুই নারীকে পাঁচবার ধর্ষণের অভিযোগ, জামিনে সাবেক আর্সেনাল ফুটবলারউত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ৪ জনের মৃত্যু, অনেকে নিখোঁজভারতের কোচের ওপর তবু কেন ক্ষুব্ধ গাভাস্কারমানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটেযুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানতসাংবাদিকদের সঙ্গে ‘ফাউল’ আচরণ করেছে তথ্য মন্ত্রণালয়, অভিযোগ সাংবাদিক নেতাদেরপাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির আনন্দ মিছিলে বিএনপির নেতার মৃত্যুমানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আয়োজনে বেলুন বিস্ফোরণ, ৮ দগ্ধবাবরকে নিয়ে সুখবর

রাজধানীর নাবিস্কো মোড় থেকে বিদেশি পিস্তলসহ ২ ব্যক্তি আটক

রাজধানীর নাবিস্কো মোড় থেকে বিদেশি পিস্তলসহ ২ ব্যক্তি আটক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–২। আটকেরা হলেন, মো. জহিরুল ইসলাম (২১) ও মো. লিয়াকত আলী লিমন (৩৩)।

গতকাল শনিবার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

তিনি জানান, আটক জহিরুল ইসলামের পরিহিত প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে লিয়াকত আলী লিমনের দেওয়া তথ্যে তাঁর বাসার ছাদ থেকে কাগজে মোড়ানো অবস্থায় আরও দুটি তাজা গুলি (অ্যামুনিশন) উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, মাদক এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা অস্ত্র দেখিয়ে জমি দখল, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি সৃষ্টি করত।

র‍্যাব-২ এর পক্ষ থেকে আরও জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button