[ad_1]
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–২। আটকেরা হলেন, মো. জহিরুল ইসলাম (২১) ও মো. লিয়াকত আলী লিমন (৩৩)।
গতকাল শনিবার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
তিনি জানান, আটক জহিরুল ইসলামের পরিহিত প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে লিয়াকত আলী লিমনের দেওয়া তথ্যে তাঁর বাসার ছাদ থেকে কাগজে মোড়ানো অবস্থায় আরও দুটি তাজা গুলি (অ্যামুনিশন) উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, মাদক এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা অস্ত্র দেখিয়ে জমি দখল, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি সৃষ্টি করত।
র্যাব-২ এর পক্ষ থেকে আরও জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]