শিরোনাম

ভারতের কোচের ওপর তবু কেন ক্ষুব্ধ গাভাস্কার

ভারতের কোচের ওপর তবু কেন ক্ষুব্ধ গাভাস্কার

ভালো কিংবা খারাপ—ভারতের পারফরম্যান্স যেমনই হোক, সুনীল গাভাস্কার তো চুপ করে থাকার মানুষ নন। এমনকি ভারত ভালো খেললেও সেখানে খুঁত খুঁজে বের করেন তিনি। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম টেস্টে ৬ রানের নাটকীয় জয়ে ভারত সিরিজ বাঁচানোর পরও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গাভাস্কার।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জসপ্রীত বুমরা খেলেছেন তিন ম্যাচ। সিরিজ চলার সময়ই প্রধান কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, ওয়ার্কলোড ব্যবস্থা ঠিক রাখতে বুমরাকে তিন ম্যাচ খেলানো হবে। ওয়ার্কলোডের কথা বলতে গিয়ে মোহাম্মদ সিরাজের কথা উল্লেখ করেছেন গাভাস্কার। গতকাল পঞ্চম দিনে ইংল্যান্ডের শেষ ৪ উইকেটের মধ্যে তিনটিই নিয়েছেন সিরাজ। গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টেনেছেন সিরাজ। ধারাভাষ্যকক্ষে তখন সিরাজকে নিয়ে প্রশংসার ফুলঝুরি ছোটাতে থাকেন মাইকেল আথারটন।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে টেস্টে এক ইনিংসে চারবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সিরাজ। ওভালে ১৯০ রানে ৯ উইকেট নিয়ে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট ভারতীয় এই পেসারেরই। সিরাজকে নিয়ে প্রশংসা করতে গিয়ে গাভাস্কার বলেন, ‘সিরাজ নিজের জানপ্রাণ দিয়ে বোলিং করেছে। ওয়ার্কলোডের ব্যাপারটা ভুল প্রমাণ করেছেন। আমার মতে ভারতীয় ক্রিকেট দলের ডিকশনারি থেকে ওয়ার্কলোড শব্দটা বাদ দেওয়া উচিত। পাঁচ টেস্টের সিরিজে সে একনাগারে ৬-৭-৮ ওভারের স্পেল করে গেছে। কারণ, অধিনায়ক চেয়েছে এটা। দেশও তার কাছে এটাই চায়।’

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। হেডিংলিতে প্রথম টেস্টে ৩৭৩ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জেতে ৫ উইকেট। এমনকি এই টেস্টে ভারতের দুই ইনিংসেই ব্যাটিং ধস হয়েছে। আর লর্ডসে তৃতীয় টেস্টে ১৯৩ রানের লক্ষ্য পেয়েও ভারত হেরেছে ২২ রানে। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত যে ৩৯৬ রান করল (৩৭৩ রানের লিড), সেখানে যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরির পাশাপাশি আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ফিফটি করেছেন। সিরিজে ভারতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে গাভাস্কার বলেন, ‘সব সময়ই বলা হয় যে বোলাররা আপনাকে ম্যাচ জেতাবে। একই সঙ্গে এটাও মাথায় রাখা উচিত আপনাকে রান করতে হবে। যে দুই টেস্টে ভারত রান করতে পারেনি, তারা হেরেছে।’

ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে পায়ে ব্যথা পাওয়ার পরও ঋষভ পন্ত পরে ব্যাটিং করতে এসেছিলেন। পন্তের উদাহরণ দেওয়ার পাশাপাশি দেশের সেনাবাহিনীর কথাও উল্লেখ করেছেন গাভাস্কার। ওয়ার্কলোড প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘যদি ওয়ার্কলোডের কথাই বারবার বলেন, তাহলে কখনো সেরা ক্রিকেটারদের মাঠে পাবেন না। দেশের জন্য খেলতে হলে মাংসপেশির ব্যথাসহ সব ধরনের অসুস্থতা ভুলে থাকতে হবে। মনে করতে হবে আপনি দেশের সীমান্তে আছেন। সেনা কর্মকর্তাদের ঠাণ্ডা বা অন্য কোনো পরিস্থিতি নিয়ে অভিযোগ করতে শুনেছেন? তারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। অনাকাঙ্ক্ষিত ব্যথা নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। ঋষভ পন্ত কী দেখিয়েছে? ভাঙা পা নিয়ে ব্যাটিং করেছে।’

সিরিজ সর্বোচ্চ ৭৫৪ রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল। চার ফিফটির চারটিকেই সেঞ্চুরিতে পূর্ণ করেছেন তিনি। হ্যারি ব্রুকও পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিনি ৫৩.৪৪ গড় ও ৮১.৩৮ স্ট্রাইকরেটে ৪৮১ রান করেছেন ব্রুক। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। গিলের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ রান করেছেন রুট। তিন সেঞ্চুরি ও এক ফিফটি এসেছে রুটের ব্যাট থেকে। গিল, রুটসহ ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৫০০-এর বেশি রান করেছেন চার ব্যাটার। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা করেছেন ৫৩২ ও ৫১৬ রান।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে সিরাজের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৯ উইকেট নিয়েছেন জশ টাঙ। এই তালিকায় তিনে থাকা বেন স্টোকস সিরিজে নিয়েছেন ১৭ উইকেট। ১৪টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা ও প্রসিধ কৃষ্ণা। বুমরার পাঁচ ইনিংসের মধ্যে দু্ইবার ইনিংসে ৫ উইকেট রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button