শিরোনাম

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ৪ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ৪ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ

Ajker Patrika

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ৪ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৭: ১৯

Photo

উত্তরাখণ্ডে ঢলের পানিতে ভেসে গেছে গ্রাম। ছবি: স্ক্রিনশট

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার ধারালি গ্রামে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ প্রবল বর্ষণে খির গঙ্গা নদীর উজানে ভয়াবহ বন্যা দেখা দেয়। আজ মঙ্গলবার এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আকস্মিক বন্যার এক বিশাল ঢেউ এলাকাটি ভাসিয়ে নিয়ে গেছে। বর্তমানে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় বেশ কয়েকটি ছোট গেস্ট হাউস, হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কিছু হোটেল ও হোমস্টে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, ১০ থেকে ১২ জন শ্রমিক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে থাকতে পারেন। এ ছাড়া, বারকোট তহসিলের বানাল্লা পট্টি এলাকায় প্রায় ১৮টি ছাগল স্রোতে ভেসে গেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাকাশীর ধারালি অঞ্চলে আকস্মিক প্রবল বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টার জন্য দ্রুত ঘটনাস্থলে দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আবহাওয়া দপ্তর ১০ আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ড জুড়ে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button