শিরোনাম

পাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির আনন্দ মিছিলে বিএনপির নেতার মৃত্যু

পাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির আনন্দ মিছিলে বিএনপির নেতার মৃত্যু

Ajker Patrika

পাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির আনন্দ মিছিলে বিএনপির নেতার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৬: ৫১

Photo

আল আমিন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে আনন্দ মিছিলে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিএনপির এক নেতা মারা গেছেন। তাঁর নাম আল আমিন (৪৫)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।

আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন বলেন, ‘সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে পাটমহল এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন। এ সময় দলের নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, আল আমিন মারা গেছেন।’

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর-এ-আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘আল আমিন নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button