সিনেমা হল নোংরা করার অভিযোগ, যুক্তরাজ্যে মাঝপথে বন্ধ হল তেলুগু সিনেমা


যুক্তরাজ্যের এক সিনেমা হলে ভারতীয় সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে গেল মাঝপথে। সিনেমা চলাকালীন রঙিন কাগজ উড়িয়ে উদ্যাপন করছিলেন ভারতীয় দর্শকরা। কাগজের টুকরো পুরো হলে ছড়িয়ে একেবারে যাচ্ছেতাই অবস্থা! দর্শকদের এমন আচরণ ভালোভাবে নেয়নি সিনেমা হল কর্তৃপক্ষ। হল নোংরা করার অভিযোগে মাঝপথে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।
দর্শক সারিতে বসে থাকা ভারতীয় দর্শকদের সঙ্গে সিনেমা হলের কর্মীদের কথা কাটাকাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, সিনেমা হলের মেঝে নোংরা হয়ে আছে রঙিন কাগজের টুকরোতে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আরও অনেক কিছু।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা। তাদের একজনকে বলতে শোনা যায়, ‘এ কেমন আচরণ! হলে আসবেন, সিনেমা দেখবেন, বাড়ি চলে যাবেন। কিন্তু আপনাদের আচরণ তো মানুষের মতো নয়!’ এভাবে দর্শকদের সঙ্গে হলের কর্মীদের কিছুক্ষণ বাদানুবাদ চলে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমা হলে এমন আচরণ কাম্য নয় বলে মতামত অনেকের। অনেকে আবার এতটা রূঢ় আচরণ করার জন্য হলের কর্মীদেরও সমালোচনা করছেন।
কেউ কেউ বলছেন, ভারতের সিনেমা হলে এভাবে উদ্যাপনের রেওয়াজ থাকলেও বিদেশে সেসব হয় না। তাই বিদেশে গিয়ে সে দেশের নিয়মকানুন মেনে চলা উচিত।
উল্লেখ্য, তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’ নির্মিত হয়েছে সপ্তদশ শতাব্দীর প্রেক্ষাপটে। এক বিদ্রোহীর গল্প তুলে ধরা হয়েছে এতে, জনগণের পাশে দাঁড়িয়ে যে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে।
সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ২৪ জুলাই। এই ঐতিহাসিক অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন পবন কল্যাণ, ববি দেওল, নিধি আগারওয়াল, নার্গিস ফাখরি, নোরা ফাতেহি, যিশু সেনগুপ্ত প্রমুখ। মুক্তির দুই দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৭৭ কোটি রুপি।