শিরোনাম

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা নাগপাড়া এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

কবিতা নাগ চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, চান্দাইকোনা নাগপাড়ায় কবিতা নাগ তাঁর স্বামী আকাশ বিশ্বাস ও ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বাস করতেন। গতকাল শনিবার সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ ভোরে কবিতা নাগকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বারান্দায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার উপপরিদর্শক জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল ১০টার দিকে গিয়ে লাশটি আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ১৬ জুলাই কবিতা ম্যাডামকে হতাশ দেখলে কারণ জানতে চান। জবাবে কবিতা পারিবারিক কলহের কথা বলেছিলেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button