শিরোনাম
ভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবার

হারতে থাকা বাংলাদেশ কোন কৌশলে বধ করল লঙ্কা-পাকিস্তান, জানালেন লিটন

হারতে থাকা বাংলাদেশ কোন কৌশলে বধ করল লঙ্কা-পাকিস্তান, জানালেন লিটন

দুই মাস আগেও বাংলাদেশ দলের চিত্রটা ছিল ভিন্ন। লিটন দাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হওয়ার পর হেরেই চলেছিল বাংলাদেশ। হারের চক্রে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ এরপর ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষেসিরিজ জিতলেন লিটনরা।

লিটনের নেতৃত্বে শারজায় মে মাসে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই টি-টোয়েন্টি হেরে আমিরাতের কাছে সিরিজ খোয়াতে হয়েছে বাংলাদেশকে। পরবর্তীতে পাকিস্তান সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছেন লিটন-তানজিদ হাসান তামিমরা। রেশটা বজায় থাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও (৭ উইকেটে হার)। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ এত পিছিয়ে, সেই সংস্করণে তারা এরপর ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ডাম্বুলায় শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে শুরু বাংলাদেশের। লিটনরা এখান থেকে টানা চার ম্যাচ জিতে শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছেন।

মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টি জিতলে পাকিস্তানকে ধবলধোলাই করত বাংলাদেশ। কিন্তু সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান ৭৪ রানে জিতে এড়িয়েছে ধবলধোলাই। টানা ৬ টি-টোয়েন্টি হারের পর কীভাবে শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতল—এই প্রশ্নের উত্তরে মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘ফিরে আসার মতো একটা ব্যাপার ছিলই। তবে ভালোমতো প্রয়োগ করতে পারিনি। (প্রথম টি-টোয়েন্টিতে) শ্রীলঙ্কার ব্যাটারদের কোথায় বোলিং করব, এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলাম। পরের দুই ম্যাচে পরিকল্পনা অনুসরণ করে ঘুরে দাঁড়িয়েছি।’

মে-জুন মাসে বাংলাদেশ যখন আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে খেলছিল, তখন চলছিল আইপিএল। মোস্তাফিজুর রহমান তখন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে গিয়েছিলেন। তাসকিন সেই দুই সিরিজে ছিলেন না অন্য কারণে। দুই মাস আগের সেই দুই সিরিজ হারের ব্যাখ্যায় লিটন বলেন, ‘আমরা যখন আমিরাত এবং পাকিস্তানে খেলি, তখন কঠিন সময়ের ভেতর ছিলাম। অধিনায়ক হিসেবে আমার দলের যারা সেরা খেলোয়াড়, তাদের পাইনি। তাসকিনকে পাইনি। মোস্তাফিজ আইপিএলে চলে গিয়েছিল। পাকিস্তানেও অনেক ক্রিকেটারকে আমরা পাইনি।’

পাকিস্তান সিরিজ শেষেও বাংলাদেশের ব্যস্ত সময় পার করার কথা ছিল। তবে আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারত আসছে না বাংলাদেশ। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এশিয়া কাপ দিয়ে ফের ব্যস্ততা শুরু হবে লিটন,তানজিদ তামিম, তাসকিন আহমেদদের। লিটন আপাতত ‘ফ্রী সময়’ ফিটনেসের উন্নতিতে কাজে লাগানো দরকার বলে মনে করেন লিটন। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘এই বিরতির পর ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফিটনেস ক্যাম্পের পর যদি একটা সিরিজ হয়, সেটা আমাদের জন্য ভালো।’

৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। শেষ ম্যাচ হারলেও বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। সিরিজে সর্বোচ্চ ৭১ রান করে সিরিজসেরা হয়েছেন জাকের আলী অনিক। গড় ৩৫.৫ ও স্ট্রাইকরেট ১১৮.৩৩। যেখানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের একটা কার্যকরী ইনিংস খেলেছিলেন তিনি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button