শিরোনাম
গণমাধ্যমকর্মীদের নীতিমালা প্রত্যাখ্যান করল আরএফইডি, সংশোধনের আহ্বানগাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধারইরানি বিক্ষোভকারীর সঙ্গে বন্ধুত্বে বেঁচে ফেরেন মার্কিন, প্রতিদান দেন তিনিওকাবার পাশে ফিলিস্তিনি পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়লন্ডনে ট্রান্স অধিকার কর্মীদের বিক্ষোভে ‘অস্ত্র ধরার’ ডাকপানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধেদুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরের‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সোনা-অর্থ লুটের অভিযোগএনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায়পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তা

ক্রাইম জোন ২৪।। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশাল মহানগরের পরিচিত ছাত্রনেতা  এনামুল হাসান তাসনিম ।

তিনি বলেন, “দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদের ঘাম, শ্রম ও ত্যাগেই এই রাষ্ট্রের ভিত গড়া হয়েছে। যে কোনো সরকারই শ্রমিকদের অধিকার, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।”

তিনি আরও বলেন, “২০২৪ সালে আমরা যারা আন্দোলনের ময়দানে ছিলাম, তারা জানি কীভাবে মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করতে হয়। আজকের এই দিবসে আমি সবাইকে বলবো—শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান, তাদের সম্মান করুন এবং সকল পর্যায়ে ন্যায্যতা নিশ্চিত করুন।”

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তা

তাসনিমের এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই বলেছেন, একজন তরুণ নেতা হিসেবে তিনি দেশ ও মানুষের জন্য যে চিন্তা করছেন, তা ভবিষ্যতের নেতৃত্বের প্রতিচ্ছবি।

এই বার্তাটি বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবং শ্রমজীবী মানুষসহ সচেতন নাগরিকরা তার বক্তব্যকে যুগোপযোগী ও মানবিক বলে অভিহিত করেছেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button