ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ ও মিছিল


ক্রাইম জোন ২৪।। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও সংহতিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী শিশু থেকে শুরু করে নিরীহ জনগণকে নির্বিচারে হত্যা করছে, যা মানবতাবিরোধী অপরাধ। বিশ্ববাসী এই নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হলেও কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না। নেতৃবৃন্দ বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ফিলিস্তিনে চলমান গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে।
বিক্ষোভ ঘিরে দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফিলিস্তিনি ও বাংলাদেশের পতাকা হাতে জমায়েত হতে থাকেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মির জাহিদুল কবির এবং বরিশাল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম।
সমাবেশ পূর্বে মহানগর বিএনপির উদ্যোগে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।