বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন


ক্রাইম জোন ২৪।। বরিশাল নগরীতে একটি মোটরসাইকেল যন্ত্রাংশ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী সংগঠন। সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত ‘হাওয়া মটরস’-এর মালিক আব্দুল রহিম তালুকদারের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ভাটারখাল বান্দ রোডে জেলা মোটরসাইকেল পার্টস বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ব্যবসায়ী রহিম তালুকদার জানান, গত ২৯ মার্চ তার বাসায় চুরির ঘটনা ঘটে। সন্দেহভাজন সালাম হাওলাদারকে স্থানীয়রা ধরে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির বিষয় স্বীকার করে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এই ঘটনার জেরে ৮ এপ্রিল সন্ধ্যায় ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুনের নেতৃত্বে ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে হামলা চালায়। হামলায় দোকান ভাঙচুর ও মালামাল লুটের পাশাপাশি দুই কর্মচারী আহত হন। পরে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।
এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।