পাপমুক্তির আশায় তালাকনামা হাতে পাওয়ার পর গরুর দুধ দিয়ে গোসল করেছেন বরগুনার যুবক


বরিশাল॥ স্ত্রীর পাঠানো তালাকনামা হাতে পাওয়ার পর ‘পাপমুক্তির’ আশায় ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেছেন বরগুনার এক যুবক।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুধ দিয়ে গোসল করা ওই ব্যক্তির নাম হেলাল ফকির (৪০)। তিনি ছোনবুনিয়া গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল ফকিরের সঙ্গে লিপি আক্তার নামের এক নারীর বিয়ে হয়েছিল প্রায় এক যুগ আগে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কয়েক মাস ধরে স্ত্রীর সঙ্গে হেলাল ফকিরের দাম্পত্য কলহ চলছিল। পরিস্থিতি তীব্র হলে লিপি এক সন্তান রেখে বাবার বাড়ি চলে যান। এরপর তিনি তালাকনামা পাঠিয়ে দেন।
তালাকনামা পেয়ে নিজ বাড়ির উঠানে, স্বজন ও এলাকাবাসীর সামনে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেন হেলাল ফকির।
এ বিষয়ে হেলাল ফকির বলেন, “কিছু মাস ধরে সে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল। এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। এক সময় লিপি তার বাবার বাড়ি চলে যায়। গতকাল তার পাঠানো তালাকনামা হাতে পেয়েছি। এতে আমি খুশি হয়ে স্ত্রীর পরকীয়ার পাপ মুছতে গরুর দুধ দিয়ে গোসল করেছি।”