শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

পলাশপুরে মাদক কারবারের ঘাঁটি!

পলাশপুরে মাদক কারবারের ঘাঁটি!

পলাশপুরের নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় পরিকল্পনাহীনভাবে একটি ভবন নির্মাণ করে এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে উঠেছেন কালাম প্যাদা নামের এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, তিনি জমি কিনে সেখানে ভবন নির্মাণ করলেও তা অপরিচালিত ও পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছেন দীর্ঘদিন।

স্থানীয়রা জানান, এই পরিত্যক্ত ভবনটিই এখন মাদকসেবী ও কারবারিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সন্ধ্যা নামতেই সেখানে মাদকের আসর বসে। চলছে বেচাকেনা, সেবন ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ। আর এসবের পেছনে রয়েছে কালাম প্যাদার প্রত্যক্ষ মদদ বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা নিরাপদে চলাফেরা করতে পারি না। এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—এই ভবনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, অচিরেই অভিযান চালিয়ে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button