শিরোনাম
আন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশালমীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু“গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চাই না” — বরিশালে এ বি পার্টির ফুয়াদশ্রমিক অধিকার আন্দোলনে বরিশালে এনসিপি’র সংগঠকরা সক্রিয়আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তাদক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে বলাৎকারের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বলাৎকারের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

ক্রাইম জোন ২৪।। নারায়ণগঞ্জের বন্দরে এক যুবককে বলাৎকারের ঘটনায় মো. সাঈদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার সোনারগাঁয়ের চৌধুরীগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, বলাৎকারের শিকার ওই যুবক গত ৮ মার্চ বন্দরে নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। সে সময় অভিযুক্ত সাঈদ তাকে বন্দরের নিজ বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরে ওই যুবক পরিবারকে বিষয়টি জানালে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে সংস্থাটি। পরে গোপন তথ্যের ভিত্তিতে সোনারগাঁ থেকে মো. সাঈদকে গ্রেপ্তার করে র‍্যাব-১১-এর একটি দল। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button