রাজধানীতে রাতভর অপরাধের আতঙ্ক
জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন স্বরাষ্ট্র উপদেষ্টা


ক্রাইম জোন ২৪।। রাজধানীতে শনিবার রাত থেকে ভোর পর্যন্ত বেশ কিছু বড় অপরাধের ঘটনা ঘটে। ছিনতাই, ডাকাতি ও সশস্ত্র মহড়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। এসব ঘটনার জেরে মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ধানমন্ডির শংকর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত মহড়া দিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০-১২ জনের একটি দল দোকানপাটে ভয়ভীতি প্রদর্শন করে। আতঙ্কে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন, “মহল্লায় ডাকাতদল প্রবেশ করেছে”।
রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে ঘটনাটি ঘটে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ছিনতাই ও ডাকাতির ঘটনায় বনশ্রী ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। রাত ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়রা জানান, এর আগে পুলিশ পুরো এলাকা ঘুরে দেখে।
বনশ্রী ও মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে রাত ১টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে বলেন, “এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়”, “নিরাপত্তা চাই, নইলে গদি ছেড়ে দে”।
রাত সাড়ে ৩টায় বারিধারা ডিওএইচএসে নিজের বাসায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জরুরি সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ পাচার হওয়া টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব।”
জরুরি সংবাদ সম্মেলনের পর রাত সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে। তবে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি।
ক্রাইম জোন ২৪