শিরোনাম
চাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলিব‍্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার‘নোবেল ডিজিজ’ কী, অনেক নোবেল বিজয়ী এই ‘রোগে’ আক্রান্ত হন কেনকিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন: সাখাওয়াত হোসেনবিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ কেমন করলেন বাংলাদেশি দুই সাঁতারু‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’: হাসপাতাল ভাঙচুর, ফটকে তালাগাজায় খাদ্যের খোঁজে দুই দিনে প্রাণ গেল শতাধিক ফিলিস্তিনির: জাতিসংঘজুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকেজাতীয় ঐক্য গড়তে হাজারো রাজবন্দীকে মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টধর্ষণের দিন হাকিমির স্ত্রী-সন্তান ছিলেন ছুটিতে, অভিযোগ নারীর

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষিতে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই যুদ্ধবিমানগুলো ‘আঞ্চলিক জরুরি সহায়তা’ হিসেবে পাঠানো হচ্ছে।

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স ইতিমধ্যেই অপারেশন শেডারের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন করে আরও যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতির তীব্রতা বাড়ার প্রেক্ষিতে।

কানাডায় শুরু হতে যাওয়া জি৭ সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্টারমার। তিনি বলেন, ‘পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আমরা মিত্র দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ স্তরে ঘনঘন আলোচনা চালিয়ে যাচ্ছি।’

তিনি জোর দিয়ে বলেন: ‘আমাদের একটাই বার্তা – উত্তেজনা কমাও।’

যুক্তরাজ্য সরাসরি ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা করবে কি না এ ব্যাপারে বিস্তারিত বলতে চাননি স্টারমার। তবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার একটি গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা স্বাভাবিকভাবেই ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কথা বলেছি, যেটা দুই মিত্র দেশের মধ্যে হওয়াটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘আমরা বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। একই সঙ্গে আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে – এই সংঘাতকে এখনই থামাতে হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button