৬ মাস পর সাময়িক বরখাস্ত হলেন বিপ্লব কুমার সরকার
বিনা অনুমতিতে অনুপস্থিত


ক্রাইম জোন ২৪।। ছয় মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বিপ্লব কুমার সরকার কোনো মৌখিক বা লিখিত অনুমতি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(চ) বিধি অনুযায়ী, তাকে ওই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।সাময়িক বরখাস্ত থাকাকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এসময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এর আগে, বিপ্লব কুমার সরকারের অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। একাধিক সূত্র বলছে, তিনি ভারত পালিয়ে গেছেন। এমনকি তার কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছিল, যেখানে বিদেশ যাওয়ার পরিকল্পনার ইঙ্গিত ছিল।
ক্রাইম জোন ২৪