খোলামেলা ছবিতে রাজ-শুভশ্রী
ট্রলের মুখে টলিপাড়ার পাওয়ার কাপল


টলিপাড়ার জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেম যেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তাদের সম্পর্কটি অন্যান্য তারকা দম্পতিদের কাছে ঈর্ষার কারণ হয়ে উঠেছে, যেখানে অনেকেই তাদের ভালোবাসা ও একে অপরের প্রতি আকর্ষণ দেখে অবাক হন।
টলিপাড়ায় যেখানে অনেক তারকা দম্পতির বিচ্ছেদের খবর আসছে, সেখানে রাজ ও শুভশ্রী দুজনেই একে অপরকে ভালোবাসায় আচ্ছন্ন। গত ২১ ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন এবং এই দিনটিতে রাতের পার্টিতে শুভশ্রী তার স্বামী রাজ চক্রবর্তীকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।
রাজ ও শুভশ্রী তাদের খোলামেলা ভালোবাসা প্রকাশ করতে কখনও পিছপা হন না, এবং তারা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ভালোবাসার চিহ্ন হিসাবে লিপ কিসের ছবি শেয়ার করে থাকেন। তবে এই ধরনের ছবি নিয়ে সমালোচনা বা ট্রোলের শিকারও হন তারা। রাজের জন্মদিনের পার্টির সময় এমনই কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন শুভশ্রী, যেখানে রাজ-শুভশ্রীকে কালো রঙের ম্যাচিং পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।
এই ছবি প্রকাশ হওয়ার পর যেমন অনেকেই তাদের প্রশংসা করেছেন, তেমনি কিছু মানুষ ট্রোলও করেছেন। কেউ লিখেছেন, “ছিঃ ছিঃ”, আবার কেউ মন্তব্য করেছেন, “দিদি এবং দাদা বলছি ওই অবধি থেমে থাকবেন না, এগিয়ে যান, মানুষ আপনাদের পেছনে আছে!” আবার কেউ লিখেছেন, “কিস করলেই সম্পর্ক ভালো এটাই দেখাতে চায়।”
তবে রাজ ও শুভশ্রী এসব ট্রোলকে বিশেষ গুরুত্ব দেননি। তারা তাদের প্রেমে একেবারে আত্মবিশ্বাসী এবং তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে কখনও দ্বিধা করেন না। এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন, “কে কী বলল সেটা ভেবে তো আর বৌকে চুমু খাওয়া বন্ধ করতে পারি না। তাই রাজ-শুভশ্রীর চুমু এভাবেই চলতে থাকে। এটা ভালোবাসারই বহিঃপ্রকাশ।”
রাজের জন্মদিন উপলক্ষে শুভশ্রী তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা তুমি।”