বিএনপি নেতার টাকা দাবির কল রেকর্ড ভাইরাল
মামলা থেকে নাম বাদ দিতে দাবি


বরগুনার বামনা উপজেলায় বিএনপি নেতার বিরুদ্ধে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে তিনি ছাত্রলীগ নেতার কাছে মামলায় তার নাম বাদ দেওয়ার জন্য টাকা দাবি করছেন। ৩ মিনিট ১৩ সেকেন্ড এবং ২ মিনিট ৪০ সেকেন্ডের এই কল রেকর্ড দুটি গত ২১ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, কল রেকর্ডগুলো বামনা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন সোহাগের নামে। যদিও ইসমাইল হোসেন সোহাগ এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
কল রেকর্ডে শোনা যায়, বামনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাফান জোমাদ্দার আকাশের সঙ্গে ফোনালাপে ইসমাইল হোসেন সোহাগ মামলায় তার নাম বাদ দেওয়ার জন্য টাকা দাবি করেন। কল রেকর্ডে আকাশও জানান, তিনি টাকা ম্যানেজ করতে পারছেন না, তবে কিছু দিন পর টাকা দেওয়া সম্ভব হবে। পরে এক পর্যায়ে সোহাগ তাকে বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠানোর কথা বলেন।
কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। ইসমাইল হোসেন সোহাগ অবশ্য এসব কল রেকর্ড মিথ্যা দাবি করেছেন এবং বলেছেন যে, এটি বিএনপি দলকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
অপরদিকে, মোঃ রাফান জোমাদ্দার আকাশ তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে প্রশ্ন তোলেন, “লোকটা আমাকে চিনে না, তবে কীভাবে আমার নামে মিথ্যা মামলা দিয়েছে?”
এদিকে, গত বছরের ৭ অক্টোবর বামনা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়, যেখানে ইসমাইল হোসেন সোহাগ বাদী ছিলেন। মামলায় ১২০ জন নামধারী আসামি এবং অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।