শিরোনাম
আন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশালমীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু“গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চাই না” — বরিশালে এ বি পার্টির ফুয়াদশ্রমিক অধিকার আন্দোলনে বরিশালে এনসিপি’র সংগঠকরা সক্রিয়আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তাদক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলন

কিশোর গ্যাংয়ের হামলার শিকার নবদম্পতি

কিশোর গ্যাংয়ের হামলার শিকার নবদম্পতি

ভোলার একটি পার্কে ঘুরতে এসে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন এক নবদম্পতি। ঘটনাটি ঘটেছে ৮ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন একটি রিসোর্টের পার্কে। হামলার পর ওই দম্পতি ১০ থেকে ১২ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন, কিন্তু এখনো কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি।

ভুক্তভোগী দম্পতি হলেন ভোলা সদর উপজেলার বাসিন্দা রেদোয়ান ও তার স্ত্রী নুপুর আক্তার। তারা জানান, দুপুরে পার্কে ঘুরতে আসার পর খাবার খেয়ে বাড়ি ফেরার পথে তাদের পথ রোধ করে কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১২ সদস্য। প্রথমে তারা রেদোয়ান ও তার স্ত্রীর গোপন ভিডিও রয়েছে বলে মোটা অংকের টাকা দাবি করে। টাকা না দেওয়ায় রেদোয়ানকে মারধর করে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়। স্ত্রীর সাহায্যে আসায় তাকে মারধর করা হয়। তবে স্থানীয়দের উপস্থিতি দেখে কিশোর গ্যাং পালিয়ে যায়।

ঘটনার পর রেদোয়ান ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চেয়ে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ কিশোর গ্যাংয়ের সদস্যকে শনাক্ত করেছে, তবে তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।

স্থানীয়রা এই হামলাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন এবং বলছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হলে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button