ভোলার একটি পার্কে ঘুরতে এসে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন এক নবদম্পতি। ঘটনাটি ঘটেছে ৮ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন একটি রিসোর্টের পার্কে। হামলার পর ওই দম্পতি ১০ থেকে ১২ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন, কিন্তু এখনো কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি।
ভুক্তভোগী দম্পতি হলেন ভোলা সদর উপজেলার বাসিন্দা রেদোয়ান ও তার স্ত্রী নুপুর আক্তার। তারা জানান, দুপুরে পার্কে ঘুরতে আসার পর খাবার খেয়ে বাড়ি ফেরার পথে তাদের পথ রোধ করে কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১২ সদস্য। প্রথমে তারা রেদোয়ান ও তার স্ত্রীর গোপন ভিডিও রয়েছে বলে মোটা অংকের টাকা দাবি করে। টাকা না দেওয়ায় রেদোয়ানকে মারধর করে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়। স্ত্রীর সাহায্যে আসায় তাকে মারধর করা হয়। তবে স্থানীয়দের উপস্থিতি দেখে কিশোর গ্যাং পালিয়ে যায়।
ঘটনার পর রেদোয়ান ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চেয়ে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ কিশোর গ্যাংয়ের সদস্যকে শনাক্ত করেছে, তবে তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।
স্থানীয়রা এই হামলাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন এবং বলছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হলে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]