সরকারি চাকরিজীবীদের বেতন বছরে সর্বোচ্চ ৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ


জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন বছরে সর্বোচ্চ ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।
কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ইনডেক্স বিশ্লেষণ করে অর্থ মন্ত্রণালয় বেতন বৃদ্ধির হার নির্ধারণ করতে পারে, তবে তা ৫ শতাংশের বেশি হবে না। এ বিষয়ে একটি স্থায়ী বেতন কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, সরকারি চাকরির প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মাদকাসক্তি পরীক্ষার সুপারিশ করা হয়েছে।
এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়।