শিরোনাম

তাহসান ও রোজার বিয়ে, বিশ্বাস ও সম্মানের নতুন যাত্রা

তাহসান ও রোজার বিয়ে, বিশ্বাস ও সম্মানের নতুন যাত্রা

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। শনিবার (৪ জানুয়ারি) রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের বিষয়ে তাহসান জানান, “আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়েটি হয়েছে। আগে কিছু না বলার কারণ, আমরা বিয়ের পরেই সবার সঙ্গে খবরটি শেয়ার করতে চেয়েছিলাম। সবাই আমাদের সুন্দর জীবনের জন্য দোয়া করবেন।”

রোববার (৫ জানুয়ারি) রোজা আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্বামী তাহসানের সঙ্গে বেশ কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেন। ছবিতে দুজনকেই বিয়ের সাজে দেখা গেছে। তাহসানের পরনে গোলাপি রঙের শেরওয়ানি এবং রোজা পরেছিলেন একই রঙের শাড়ি।

ছবিগুলো শেয়ার করে রোজা লেখেন, “আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান এবং বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে সেই ওয়াদা করেছি এবং একসঙ্গে ঘর বেঁধেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”

বরিশালের মেয়ে রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নিউ ইয়র্কের কুইন্সে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার,’ যা ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল প্রতিষ্ঠান।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button