বিজয় সরণিতে বাইকের সংঘর্ষে পাঠাও আরোহী নিহত, চালক আহত


রাজধানীর বিজয় সরণিতে দুটি মোটরবাইকের সংঘর্ষে পাঠাও আরোহী এমদাদুল হক কাজল (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় পাঠাও চালক গুরুতর আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত কাজল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মোহাম্মদ সৈয়দ আলীর ছেলে। শনিবার সন্ধ্যায় বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে।
কাজলের ছোট ভাই মোহাম্মদ জয় জানান, তার ভাই একটি বেসরকারি কসমেটিকস কোম্পানিতে চাকরি করতেন। শনিবার সন্ধ্যায় মিরপুর থেকে ভাড়ায়চালিত পাঠাও মোটরবাইকে করে যাওয়ার সময় বিজয় সরণি এলাকায় আরেকটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কাজলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।