বরিশাল জেলা ও মহানগর শিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা
January ৪, ২০২৫
২৬


ইসলামী ছাত্র শিবিরের বরিশাল জেলা ও মহানগরের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর রূপাতলী হাউজিং স্ট্রিটে এক মিলনায়তনে ভোট গ্রহণ শেষে এই নাম ঘোষণা করা হয়। শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়।
ছাত্রশিবির জানিয়েছে, বরিশাল জেলা ও মহানগর শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে সভাপতিদ্বয় তাদের respective কমিটির সেক্রেটারি নির্বাচিত করেছেন। নির্বাচিত কমিটির সভাপতি ও সেক্রেটারি আগামী ৬ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
ঘোষিত কমিটিতে বরিশাল জেলা শাখায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আকবর হোসেন এবং সেক্রেটারি হয়েছেন সাইয়্যেদ আহমেদ। মহানগর কমিটিতে সভাপতি হয়েছেন মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন হাসান নাইম।