শিরোনাম

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, ১৬টি জলকপাট ১৮ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, ১৬টি জলকপাট ১৮ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে

Ajker Patrika

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, ১৬টি জলকপাট ১৮ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮: ৩৯

Photo

খুলে দেওয়া হলো কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট। ছবি: আজকের পত্রিকা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি হুহু করে বাড়তে থাকায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চির পরিবর্তে এবার ১৮ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে জলকপাটগুলো ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে দেড় ফুট (১৮ ইঞ্চি) পর্যন্ত খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ২৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

তিনি আরও জানান, রাত ১১টা পর্যন্ত হ্রদের পানির স্তর ছিল ১০৮ দশমিক ৪৬ ফুট (মিনস সি লেভেল বা এমএসএল)। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এদিকে হ্রদের পানি বাড়ার কারণে কাপ্তাই উপজেলার পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদতীরবর্তী কিছু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button