শিরোনাম
কলেজ অধ্যক্ষের মামলায় পরীক্ষার্থীকে পিটিয়ে পুলিশে সোপর্দ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মডেল সানাইয়ের মামলা১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইটসিলেটে পুকুরে ডুবে নারীর মৃত্যুঢাবিতে প্রক্টরিয়াল নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শিবিরের কর্মসূচি অব্যাহতবিজয় র‍্যালিতে ‘পলাতক আসামি’ বিএনপি নেতা, ‘চোখে পড়েনি’ পুলিশেরনড়াইলে শিশুকে হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ডজুলাইয়ের সেরা হওয়ার দৌড়ে ত্রিমুখী লড়াইহবিগঞ্জে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১বিএনপির র‍্যালি, বিজয়নগর-পুরানা পল্টন এলাকায় যানজটের ভোগান্তি

কবিকে শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রসংগীত গাইলেন শফিক তুহিন

কবিকে শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রসংগীত গাইলেন শফিক তুহিন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্রসংগীত গাইলেন সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। কবির ‘তুমি রবে নীরবে’ গানটি গেয়েছেন তাঁরা দুজন। সংগীত আয়োজন করেছেন সালমান জেইম। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। আজ দুপুরে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

শফিক তুহিন জানিয়েছেন, তুমি রবে নীরবে গানটির ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া। কোরিওগ্রাফি করেছেন ইমরুল হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে।

রবীন্দ্রসংগীত গাওয়া প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছি। রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি ভালোবাসাটা তাই ছোটবেলা থেকেই তৈরি হয়ে আছে। বড় হয়ে যতই রবীন্দ্রনাথকে জেনেছি-বুঝেছি, ততই তাঁর সৃষ্টির প্রতি মুগ্ধতা বেড়েছে। বিশ্বকবির প্রয়াণ দিবসে এই গান তাঁর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। আগেও আমার কণ্ঠে একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলাম। সেটা প্রায় ছয় বছর আগে। গানটি ছিল “সুরের ধারা”। তুমি রবে নীরবে গানটিতে আমার সঙ্গে গেয়েছেন বন্নি হাসান। তিনিও খুব ভালো গান করেন। সব মিলিয়ে দর্শক-শ্রোতার ভালো লাগলেই আমাদের এই নিবেদন সার্থক হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button