শিরোনাম

আসামে নমশূদ্র কৃষককে পিটিয়ে হত্যা করল বিএসএফ, বিক্ষোভ স্থানীয়দের

আসামে নমশূদ্র কৃষককে পিটিয়ে হত্যা করল বিএসএফ, বিক্ষোভ স্থানীয়দের

বাংলাদেশ সংলগ্ন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় এক প্রতিবন্ধী কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষীবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বিরুদ্ধে। এই ঘটনায় বিএসএফের ৪ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম নির্মল নমশূদ্র (৪৫)। তিনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১ আগস্ট রাতে। অভিযোগ, ওই রাতে নির্মল নমশূদ্রকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বিএসএফ সদস্যরা। পরদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পর সোমবার দুপুরে কলাইন থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পুলিশ এফআইআর গ্রহণ করে। এর আগে, এই ঘটনা প্রকাশিত হওয়ার পর গত রোববার থেকেই কটিগরহ এলাকার শতাধিক গ্রামবাসী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নির্মল তাঁর পরিবারের সদস্যদের বলেন, গরমের কারণে অসুস্থ লাগছে, তাই একটু হাওয়া খেতে বাইরে যাচ্ছেন। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের দাবি, রাত ১২টার কিছু পরে স্থানীয় কয়েকজন দেখতে পান, বিএসএফের একটি দল নির্মলকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে গ্রামবাসীদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় তারা।

নির্মলের বোন অভিযোগ করে বলেন, ‘আমরা বাধা দিতে গেলে আমাদের গালিগালাজ করে, বন্দুক তাক করে। এরপর ভাইকে নিয়ে চলে যায়। সকালে শুনি, হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু তার আগেই সে মারা গেছে।’

কলাইন থানায় দায়ের করা এফআইআরে বলা হয়েছে, বিএসএফ সদস্যরা নির্মল নমশূদ্রকে বিনা উসকানিতে মারধর করে। ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও হুমকি দেওয়া হয়। নিহতের পরিবার ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে।

তবে পুরো অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নির্মল নমশূদ্রকে রাতে মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তখন আমাদের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’ বিএসএফ আরও জানিয়েছে, তারা নিজেরাও ঘটনার বিষয়টি নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

এদিকে নির্মলের মৃত্যুর পর কটিগরহ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার থেকেই স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, নিরাপত্তার নামে বিএসএফ সদস্যরা প্রায়ই সাধারণ মানুষকে হয়রানি করেন। বিশেষ করে রাতে টহলের সময় গরিব কৃষক ও শ্রমজীবীদের ভয় দেখানো হয়।

প্রতিবেশী এক বৃদ্ধ নাম প্রকাশ না করার বলেন, ‘রাত নামলেই আমরা আতঙ্কে থাকি। সাধারণ মানুষকে অপরাধী বানিয়ে তুলে নেওয়া, হেনস্তা করা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

এই ঘটনায় কাচার জেলা প্রশাসন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে এলাকাজুড়ে যাতে উত্তেজনা না ছড়ায়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button