`আমাদের কিন্তু পালাবার জায়গা নেই, তাই জনগণের স্বার্থবিরোধী কিছু করা যাবে না’


`আমাদের কিন্তু পালাবার জায়গা নেই, তাই জনগণের স্বার্থবিরোধী কিছু করা যাবে না’
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১০: ২৭
বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক নেতা ভারতে পালিয়েছেন। আমাদের কিন্তু পালাবার জায়গা নেই। অতএব আপনাদের মনে রাখতে হবে, আমাদের জনগণকে সঙ্গে নিয়েই সব কাজ করতে হবে। জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করা যাবে না।’ ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির এ কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা বিভিন্ন সময়ে ক্ষমতায় ছিলাম, পরে অন্যরা ক্ষমতায় এসেছে। কিন্তু আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। আমরা এমন কোনো কাজ করব না, যাতে ভবিষ্যতে আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই। জনমানুষের সুখে-দুঃখে আমরা সব সময় পাশে থাকতে চাই।’
এর আগে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।
উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী প্রমুখ।
এ ছাড়া জুলাই বিপ্লবে নিহত ও আহতদের স্মরণে দোয়া-মুনাজাত করা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ এসব কর্মসূচির জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে মহিপুর থানা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।