নড়াইলে শিশুকে হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড


নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা সজীব কাজীর শিশুকন্যা নুসরাত জাহান রোজাকে (৩) হত্যার দায়ে সৎমা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জোবাইদা গিলাতলা গ্রামের সজীব কাজীর দ্বিতীয় স্ত্রী।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে শিশু নুসরাত জাহান রোজা কান্নাকাটি করলে সৎমা জোবাইদা তাকে শ্বাসরোধ করে হত্যা করে কম্বল দিয়ে পেঁচিয়ে ঘরের বারান্দায় খাটের ওপর শুইয়ে রাখেন। দাদা খায়ের কাজী বাইরে থেকে বাড়িতে এসে গোসল করানোর জন্য নুসরাতকে ডাকাডাকি করতে থাকেন।
তখন সৎমা জোবাইদা তাঁর শাশুড়ি পান্না বেগমকে বলেন, নুসরাত দাদার বারান্দায় খাটে ঘুমাচ্ছে। তখন দাদি পান্না বেগম বারান্দায় গিয়ে নুসরাতকে মৃত্যু অবস্থায় দেখতে পান।
পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নুসরাতের বাবা সজীব কাজী ও সৎমা জোবাইদাকে আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশ নুসরাত হত্যাকাণ্ডে সৎমা জোবাইদার সম্পৃক্ততা পায়।
পরে নুসরাতের দাদা মো. খায়ের কাজী বাদী হয়ে জোবাইদাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ।
পুলিশ তদন্ত শেষে জোবাইদাকে দায়ী করে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামি জোবাইদাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।