শিরোনাম
রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনীরোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠিরমেক কোয়ার্টার থেকে নারীসহ ড্যাব নেতা আটকচিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা চিকিৎসা বন্ধনির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দেব, কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টাভারতের ওপর শুল্ক আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্পসড়ক পরিবহন খাত সংস্কার ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়: যাত্রী কল্যাণ সমিতিসাগরিকার জোড়া গোলে জয়ে শুরু বাংলাদেশের‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি’ লিখে পোস্ট দেওয়া ছাত্রদল নেতাকে অব্যাহতিদাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে লরির ধাক্কা, চালকের সহকারী নিহত

বিএনপির র‍্যালি, বিজয়নগর-পুরানা পল্টন এলাকায় যানজটের ভোগান্তি

বিএনপির র‍্যালি, বিজয়নগর-পুরানা পল্টন এলাকায় যানজটের ভোগান্তি

বিএনপির কর্মসূচিকে ঘিরে আজ বুধবার রাজধানীর নয়াপল্টন, বিজয়নগর, পুরানা পল্টন ও শান্তিনগর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।

নয়াপল্টনে আজ দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালির আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এর ফলে নয়াপল্টন থেকে বিজয়নগর, শান্তিনগর, পুরানা পল্টন মোড়ের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব এলাকায় যানবাহন প্রায় দুই ঘণ্টা ধরে চলাচল করতে পারেনি।

অবশ্য যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন বলে এ সময় দাবি করেন ঢাকা মহানগর উত্তরের যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল।

মোস্তফা জগলুল পাশা বলেন, ‘আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি, যাতে যাত্রী বা পথচারীরা ভোগান্তিতে না পড়ে। যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে ব্যবস্থা করার জন্য আমাদের একটি দল বিভিন্ন জায়গায় কাজ করছে।’

যদিও তাঁর এই বক্তব্যের কোনো ছাপ দেখা যায়নি। ভোগান্তির শিকার নাজমুল হক নামের এক ব্যক্তি বলেন, ‘বেলা ২টার দিকে গুলিস্তানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এক ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত পল্টন মোড়ে যেতে পারিনি। তাই হাঁটা শুরু করেছি। রাস্তার মাঝে মিছিল নিয়ে অবস্থান নেওয়ার কারণে সব গাড়ি থেমে আছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির কারণে প্রধান সড়কগুলোয় যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করি, দ্রুত যানজট নিরসন হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button