সিলেটে পুকুরে ডুবে নারীর মৃত্যু


সিলেট নগরীর কাজিটুলা এলাকায় পুকুরে ডুবে আমেনা বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
আমেনা বেগম নগরীর কোতোয়ালি থানাধীন কাজিটুলা লোহারপাড়া এলাকার মৃত নুরুল আমিনের স্ত্রী।
জানা গেছে, আজ সকাল ৭টার দিকে সিলেট নগরীর কোতোয়ালি থানার কাজিটুলা এলাকার লোহারপাড়া গলিতে আমেনা বেগম নিজ বাসার সামনের পুকুরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, আজ সকালে কাজিটুলা এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মৃত ওই নারীটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।