শিরোনাম
চিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা চিকিৎসা বন্ধনির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দেব, কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টাভারতের ওপর শুল্ক আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্পসড়ক পরিবহন খাত সংস্কার ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়: যাত্রী কল্যাণ সমিতিসাগরিকার জোড়া গোলে জয়ে শুরু বাংলাদেশের‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি’ লিখে পোস্ট দেওয়া ছাত্রদল নেতাকে অব্যাহতিদাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে লরির ধাক্কা, চালকের সহকারী নিহতবালুর গর্তে মিলল নিখোঁজ ২ শিশুর লাশ—গলায় রশি, বুকের হাড় ভাঙাপাঁচ দফা আলোচনার পরও যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনা কেন ব্যর্থ হলোপাথরঘাটায় কলেজশিক্ষকদের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

বিজয় র‍্যালিতে ‘পলাতক আসামি’ বিএনপি নেতা, ‘চোখে পড়েনি’ পুলিশের

বিজয় র‍্যালিতে ‘পলাতক আসামি’ বিএনপি নেতা, ‘চোখে পড়েনি’ পুলিশের

গুদামে অবৈধভাবে চাল মজুতের মামলায় নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ (৫০) পুলিশের খাতায় পলাতক আসামি। তবে তাঁকে গতকাল মঙ্গলবার উপজেলায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালিতে ব্যানার হাতে সামনের সারিতে দেখা যায়।

প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পরও কীভাবে একজন নেতা পলাতক আসামি হন—এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ছবি ও ভিডিও পোস্ট করে অনেকে সমালোচনা করছেন।

খোকন আহমেদ কেন্দুয়া পৌরসভার আঠারোবাড়ী এলাকার বাসিন্দা এবং ওই এলাকায় তাঁর মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্স নামের একটি গুদাম রয়েছে।

জানা গেছে, গত ২০ জুন রাত ৮টার দিকে কেন্দুয়া পৌরসভার আঠারোবাড়ী এলাকায় খোকনের গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ৩০৪ বস্তা আতপ চাল জব্দ করা হয়। এ সময় খোকনকে একাধিকবার মোবাইল ফোনে কল করে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। একপর্যায়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ১ জুলাই খোকনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

আজ বুধবার এ বিষয়ে জানতে চাইলে খোকন আহমেদ বলেন, ‘গতকাল বিজয় র‍্যালিতে ছিলাম। আজকেও জেলায় আছি।’ তবে মামলায় জামিনে আছেন কি না, এমন প্রশ্নে কিছুটা নীরব থেকে বলেন, ‘বিষয়টা পরে জানাব।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খোকন আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি জামিন নেননি, পলাতক রয়েছেন। তবে তিনি গতকাল র‍্যালিতে ছিলেন, এটা আমাদের চোখে পড়েনি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button