কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীর পাটোয়ারী


কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বৈঠক করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার সকালে কক্সবাজার যান এনসিপির চার নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. তাসনিম জারা। কক্সবাজারের সি পার্ল হোটেলে ওঠেন তাঁরা।
একই হোটেলে অবস্থান করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বেলা আনুমানিক ১১-১২টার দিকে তাঁরা বৈঠক করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে।
তবে এ খবর ‘গুজব’ বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। কক্সবাজারে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।’
এদিকে দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, পাঁচ নেতার কক্সবাজার ঘুরতে যাওয়ার বিষয়ে তাঁরা অবগত। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি তাঁদের জানা নেই।
দলের এক শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা একসঙ্গে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান। কিন্তু বৈঠকের বিষয়ে কিছু জানি না।’
এনসিপির এই চার নেতার আজ বিকেল ৩টায় ঢাকায় ফেরার কথা রয়েছে।