শিরোনাম

জাফলং চা-বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

জাফলং চা-বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে ইমাম উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নিরঞ্জন গোয়ালা, আক্কেল প্রধান ও কপিল উদ্দিন লিটন।

এর আগে গতকাল সোমবার রাতে চা-বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ইমাম উদ্দিন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে চা-বাগান এলাকায় বিক্ষোভ করেন। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করে। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।

আরও জানা যায়, গতকাল রাত ৩টার দিকে ইমাম উদ্দিনকে কথিত চোর সন্দেহে আটক করেন চা-বাগানের লোকজন। পরে কয়েকজন মিলে তাঁর ওপর নির্যাতন চালান। নির্যাতনের একপর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয়। তবে ইমাম উদ্দিনের পরিবারে দাবি, হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই চুরির ঘটনার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা করা হয়নি। মামলার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button