শিরোনাম

আ.লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: নাজিম উদ্দিন আলম

আ.লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: নাজিম উদ্দিন আলম

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা ১৭ বছর সারা দেশে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে পথসভা শেষে তিনি এসব কথা বলেন।

নাজিম উদ্দিন বলেন, ২০০৮ সাল থেকে এই দেশের মানুষ গণতান্ত্রিক নিয়মে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ চুরমার করে দিয়েছিল। শেখ হাসিনার নির্দেশে বিচারকার্য পরিচালিত হয়েছিল। তারা ছাত্রলীগ ও যুবলীগকে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছিল।

নাজিম উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছে, আগামী রোজার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিএনপি হলো সাধারণ জনগণের দল। তারা গণতান্ত্রিক নিয়মে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ গঠন করবে। এ দেশের মানুষ চায় জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ ভোট দিতে চায়, তারা বারবার ব্যর্থ হয়েছিল। গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গত ১৬ বছর বিএনপি লড়াই করেছে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু প্রমুখ।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button