পিটার হাসের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠকের গুঞ্জনে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ


কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়লে হোটেল সি পার্লের সামনে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলের দিকে হোটেলের সামনে তাঁদের বিক্ষোভ করতে দেখা যায়।
জুলাই গণ-অভ্যুত্থান দিবসের দিন রাজধানীর কর্মসূচি রেখে কক্সবাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতার এই সফর ঘিরে নানা আলোচনা চলছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর পৌঁছার পর উখিয়ার ইনানীর সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে রওনা দেন তাঁরা।
হোটেলে পৌঁছার পর তাঁরা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জেলা পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে পিটার হাস নামের কেউ ওঠেননি।
বিমানবন্দর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রমতে, এই সফরে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও তাঁর স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তাঁদের আরও কারও সঙ্গে পরিবারের সদস্য থাকতে পারেন।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিনে হঠাৎ করে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার আগমন এবং শহর থেকে ৩০ কিলোমিটার দূরের পাঁচতারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে। মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে, তাঁদের সঙ্গে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরও বেড়েছে। তবে সেখানে আদতে পিটার হাস ছিলেন কি-না, তিনি খোঁজখবর নিচ্ছেন বলে জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, তাঁরা কক্সবাজার বেড়াতে এসেছেন। পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে জানান তিনি।
সি পার্ল রিসোর্টের নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তা়ঁরা হোটেলের তিনটি কক্ষে উঠেছেন। সেখানে কোনো বিদেশির সঙ্গে মিটিং হয়নি। তাঁদের হোটেলে পিটার হাস নামের কেউ ওঠেননি।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীন এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চীনা নাগরিক রয়েছেন।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এনসিপির নেতারা সি পার্ল রিসোর্টে অবস্থান করছিলেন।