জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা হতাশ: জামায়াত নেতা তাহের


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্রে হতাশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, আন্দোলনে শহীদ পরিবার, আহতদের বিষয়ে ঘোষণাপত্রে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই। যাঁরা শহীদ হয়েছেন, এমনকি যাঁরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জাতির পক্ষ থেকে দাবি ছিল, তাঁদের বিভিন্ন উপাধিতে ভূষিত করার; মুক্তিযুদ্ধে যেমনটা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ঘোষণাপত্র পাঠ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
নায়েবে আমির বলেন, ‘আমরা এই ঘোষণাপত্র শুনে হতাশ। জাতিও হতাশ। কারণ, সংবিধানের প্রস্তাবনায় এটা স্থান দেওয়ার দরকার ছিল। ৫ আগস্ট থেকে এটা বাস্তবায়ন করা হবে বলে আমরা শুনেছিলাম। কিন্তু এটা এখন কখন বাস্তবায়ন করা হবে, তার কোনো নির্দেশিকা নেই।’
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আন্দোলনে শহীদ পরিবার, আহতদের ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই। যাঁরা শহীদ হয়েছেন, এমনকি যাঁরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জাতির পক্ষ থেকে দাবি ছিল, তাঁদের বিভিন্ন উপাধিতে ভূষিত করার। মুক্তিযুদ্ধে যেমনটা হয়েছে। তাঁদের ভাতা দেওয়ার ঘোষণা আসা উচিত ছিল; রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার ঘোষণা আসা উচিত ছিল।’
জামায়াতের এই নেতা বলেন, ‘ঘোষণাপত্রে কিছুই স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। এ জন্য আমরা হতাশ। আমাদের দলের নির্বাহী কমিটির মিটিংয়ের পর এই বিষয়ে আমরা বিস্তারিত মতামত জানাব।’