রাজার মতো ফিরলেন মেসি, মায়ামির রুদ্ধশ্বাস জয়


রাজার মতো ফিরলেন মেসি, মায়ামির রুদ্ধশ্বাস জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১০: ১৯
প্রত্যাবর্তনের ম্যাচটা রাঙালেন লিওনেল মেসি। জোড়া অ্যাসিস্টে ইন্টার মায়ামি পেয়েছে ২-১ গোলের জয়। ছবি: এএফপি
মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন লিওনেল মেসি। এই নিষেধাজ্ঞাই যেন মেসিকে আরও বেশি ক্ষুধার্ত করে তুলেছে। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার ফিরলেন রাজার মতো। তাঁর ফেরার ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ইন্টার মায়ামি।
মেসির ফেরার ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়ে গেল রদ্রিগো ডি পলের। আতলেতিকো মাদ্রিদ থেকে আসা এই ফরোয়ার্ড খেলেছেন মূল একাদশে। জাতীয় দলের সতীর্থ মেসিও ছিলেন আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপে মায়ামির মূল একাদশে। চেজ স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ইন্টার মায়ামির এই দুই গোলেই অবদান রয়েছে মেসির।
চেজ স্টেডিয়ামে মায়ামি-অ্যাটলাস গ্রুপ পর্বের ম্যাচটিতে লড়াই হয়েছে সমানে সমানে। মায়ামি বল দখলে রাখে ৫৫ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নিয়েছে ৫ শট। অন্যদিকে অ্যাটলাসের দখলে বল ছিল ৪৫ শতাংশ। মায়ামির লক্ষ্য বরাবর সাতটি শট করে তারা। আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকলেও প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। যেখানে ইন্টার মায়ামি ফরোয়ার্ড তাদিও আলেন্দে প্রথমার্ধে বারবার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ ও ১৫ মিনিটে দুইবার গোলের কাছাকাছি গিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন তিনি। এরপর ২২ মিনিটে আলেন্দের শট প্রতিহত করেন অ্যাটলাস গোলরক্ষক ক্যামিলো ভার্গাস। আলেন্দেকে এবার অ্যাসিস্ট করেন মেসি।
ম্যাচে প্রথম গোলটা করে ইন্টার মায়ামি। ৫৭ মিনিটে মেসির অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। সমতায় ফিরতে অ্যাটলাসের লেগেছে ২৩ মিনিট। ৮০ মিনিটে সমতাসূচক গোল করেন অ্যাটলাস ডিফেন্ডার রিভালদো লোজানো। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে জয় নিশ্চিত করে মায়ামি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে গোল করেন ইন্টার মায়ামি ডিফেন্ডার মার্সেলো উইনগাড। মায়ামির এই জয়সূচক গোলেও অ্যাসিস্ট করেন মেসি। ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির জার্সিতে দি পলের অভিষেকটাও হলো মনে রাখার মতো।