শিরোনাম
সাইবার প্রতারণার সহজ শিকার ভারতীয়রা, গত বছর হারিয়েছে ২৩০০০ কোটি রুপিদুই ছেলেকে সঙ্গী করে নিজেকে নিয়েই মজা করলেন আমির খানশুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা তাঁর ধাত প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টাপঞ্চগড়ে ৯ জনকে পুশ ইন করল বিএসএফসাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভআন্তদেশীয় বাণিজ্য বৃদ্ধিতে সোনামসজিদ স্থলবন্দরকে সম্প্রসারণ করা হবে: উপদেষ্টা সাখাওয়াতস্ক্রিন টাইমে নজর না দিয়ে শিশুর যেসব ক্ষতি করছেনছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬মার্কিন শুল্ক হ্রাস বাংলাদেশের জন্য সুযোগ এবং সতর্কবার্তা: সেলিম রায়হান১৭ হাজার কোটি রুপি ঋণ জালিয়াতি মামলায় অনিল আম্বানিকে তলব

এবার আর জিততে পারলেন না যুবারা

এবার আর জিততে পারলেন না যুবারা

Ajker Patrika

এবার আর জিততে পারলেন না যুবারা

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২০: ৪৯

Photo

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আজ জিততে পারেননি বাংলাদেশের যুবারা। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।

প্রতিপক্ষকে অবশ্য বড় লক্ষ্য দিতে পারেনি, প্রথমে ব্যাট করে তুলেছিল ১৭৫ রান। লক্ষ্য তাড়ায় প্রোটিয়া যুবাদের মোটেও বেগ পেতে হয়নি। ৭৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় তারা।

এই প্রোটিয়াদেরই প্রথম ম্যাচে ১২৮ রানে অলআউট করে দিয়েছিলেন বাংলাদেশের যুবারা। কিন্তু সেই বোলিংয়ের ছিটেফোঁটাও ছিল না এই ম্যাচে। উল্টো প্রোটিয়া ব্যাটাররাই এদিন শাসন করেছেন বাংলাদেশ বোলারদের। আরমার মানাক ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন। ৪১ রান আসে জেসন রাওলসের ব্যাটে। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন আল ফাহাদ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে আজিজুল হাকিমের ৫৯ এবং কালাম সিদ্দিকীর হার না মানা ৪৯ রানের সুবাদে ৪৪.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান তোলে বাংলাদেশ।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন বাংলাদেশের যুবারা। দলীয় ২২ রানেই ফিরে যান দুই ওপেনার জওয়াদ আবরার (৭) ও রিফাত বেগ (৯। এরপর অধিনায়ক আজিজুলের সঙ্গে রিজান হোসেনের ৫৭ রানের জুটি। ১৭ রান করে রিজান বিদায় নিলে ভাঙে এই জুটি। বাংলাদেশে ইনিংসে আজিজুল ও সিদ্দিকীর বাইরে দুই অঙ্কের রান পাওয়া তৃতীয় ব্যাটার রিজান। ইনিংস সর্বোচ্চ আজিজুলের ৫৯ আসে ৮১ বলে। ৫টি চার ও ২টি চারে সাজানো তাঁর ইনিংস। আর কালাম সিদ্দিকীর ৬১ বলের ইনিংসটিতে আছে ৩ টি চার ও ১টি ছয়। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেসন রাওলস।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button