শিরোনাম
থ্রি সিক্সটি গ্রুপের অর্থ পাচারের অভিযোগ নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টেরপদ হারালেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদেরসেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনওশিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধনবালিয়াডাঙ্গী বিএনপির ২ নেতা বহিষ্কারশুল্ক নিয়ে ওয়াশিংটনে তৃতীয় দফায় আলোচনায় বসছে বাংলাদেশগঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় ১২০০ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলাওভারটেক করতে গিয়ে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহতবাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে হংকং ভিত্তিক হানডাক্যাটি পেরির সঙ্গে ডিনার ডেটে জাস্টিন ট্রুডো, সম্পর্কের গুঞ্জন

ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল ২০ বসতঘর

ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল ২০ বসতঘর

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ২০টি ছোট বসতঘর। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি টিনশেড বাড়ির দ্বিতীয় তলার ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ১০ মিনিটের মাথায় বৃষ্টি শুরু হলে আগুন কমে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে আগুনে পুড়ে যায় অন্তত ২০টি বসতঘর ও ঘরের জিনিসপত্র। তবে কেউ হতাহত হয়নি।

শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, ‘আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রবল বাতাসে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button