শিরোনাম

শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন

শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন

Ajker Patrika

শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২২: ৪৩

Photo

মইজ্জারটেক চত্বরে মানববন্ধন করেন শিশুটির স্বজন ও এলাকাবাসী। আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলীতে মোহাম্মদ জিহাদ (১০) নামের এক শিশুর লাশের ময়নাতদন্ত করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জারটেক চত্বরে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিশুটির মা ছেনোয়ারা বেগম বলেন, ‘ময়নাতদন্ত না করার জন্য আদালতের ম্যাজিস্ট্রেট থেকে আদেশ এনেছিলাম। কিন্তু থানার ওসি কৌশলে লাশ বাড়ি থেকে নিয়ে যান এবং ময়নাতদন্ত করে আমাদের কাছে ফেরত দেন।’

জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি আজকের পত্রিকাকে বলেন, শিশুটির মুখে রক্তের দাগ ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এরপর স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ পরিবারটিকে আর্থিক সহযোগিতা করার জন্য আমাকে অনুরোধ করেন। তাৎক্ষণিক পরিবারটিকে সহযোগিতাও করা হয়। তিনি আরও বলেন, কিছুদিন আগে ওই এলাকার মন্নান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। সে জামিনে বের হয়ে শিশুটির স্বজনদের নিয়ে এ মানববন্ধনের নেতৃত্ব দেন। মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছিলেন। এটি তাঁদের পরিকল্পিত।

এর আগে শনিবার (২৭ জুলাই) বিকেলে জিহাদ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে তাদের বাড়ির পুকুরে মৃত অবস্থায় ভেসে উঠলে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জিহাদ উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ের ৩ নম্বর ওয়ার্ডের শাহ আলম মেম্বারের বাড়ির মৃত আব্দুল নবীর ছেলে। তার মৃগীরোগ ছিল বলে স্বজনেরা জানিয়েছেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button