পদ হারালেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের


চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে অতি শিগগির চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কথা বলা হয়েছে। এ ছাড়া আরেক চিঠিতে দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিতের কথা জানানো হয়।