শিরোনাম
গঙ্গাচড়ায় বাড়িতে হামলার ঘটনায় ৫ জন গ্রেপ্তারএনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলেরবুকার পুরস্কারের তালিকা প্রকাশ, ফের নাম উঠল ভারতীয় লেখিকা কিরণ দেশাইয়ের‘ভগ্নদশা’র মধ্যেও আয়-ব্যয় দুটোই বেড়েছে জাতীয় পার্টিরকোচ সালাহ উদ্দীনকে ডেকে বিসিবি সভাপতি কী বলেছেননিউজিল্যান্ডকে কি এবার চমকে দিতে পারবে জিম্বাবুয়েভারত-ইসরায়েল ‘অশুভ বন্ধন’, ফিলিস্তিনের সঙ্গে যেভাবে ঐতিহাসিক সংহতির মৃত্যু ঘটাল বিজেপিহার্টের ভাল্‌ভ নষ্ট, টাকার অভাবে বন্ধ শিক্ষার্থী মেহেদীর চিকিৎসাসাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডেএআইকে প্রশিক্ষণ দিতে পর্নো ভিডিও চুরি করেছে মেটা, ৩৬ কোটি ডলারের মামলা

বালিয়াডাঙ্গী বিএনপির ২ নেতা বহিষ্কার

বালিয়াডাঙ্গী বিএনপির ২ নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির ফেসবুক পেজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। এতে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাঁদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, ১২ জুলাই সমিউদ্দীন স্মৃতি কলেজ মাঠে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের পর বাড়িতে ফেরার সময় হামলার শিকার হন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। এ সময় তাঁকে বহন করা গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

পরদিন বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে সম্মেলনের ফলাফল স্থগিত করেন। ওই দিনই সভা ডেকে এই দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায় জেলা বিএনপি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button